কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

উখিয়ার আমতলী ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্পোর্টস ডেস্ক::

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের আমতলী ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে৷

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এই টুর্ণামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উখিয়া উপজেলার সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

এসময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ এবং রত্নাপালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সোহেল চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, রত্নাপালং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী জানে আলম, রত্নাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি হাজী চেহের আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাকিল, এড. আবদুর রহিম, ক্রীড়াবিদ সিরাজুল কবির, গিয়াস উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত: