নিজস্ব প্রতিবেদক::
ছাগল-ভেড়ার মারাত্মক সংক্রামক রোগ পিপিআর মুক্ত দেশ করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে উখিয়া উপজেলায় ৩০ হাজার ছাগল-ভেড়াকে ১ম ডোজ পিপিআর টিকা প্রদান করা হবে।
উখিয়া উপজেলা প্রাণীসম্পদ সূত্র জানায়, ‘পিপিআর’ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। উপজেলার প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারনে এ রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তারা। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। তাই দেশের সকল ছাগল ও ভেড়াকে পিপিআর ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার ০১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার ছাগল-ভেড়াকে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন।
তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করার জন্য উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এ আই টেকনিশিয়ান, স্বেচ্ছসেবীসহ টেকনিশিয়ান দায়িত্ব পালন করবেন। এ কর্মসূচী শুরু হওয়ার পূর্বে টিকাদান কর্মসূচি ক্যাম্প, সময় ও টিকাদানের তারিখ নির্ধারণ করে মাইকিং করা হয়েছে। যাতে ছাগল ও ভেড়ার মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনেশন ক্যাম্পে ছাগল ভেড়াকে টিকা দিতে পারেন।
তিনি আরও বলেন, উপজেলার প্রতি ওয়ার্ডে ১টি করে টিকা প্রদান টিম সূচি অনুযায়ী কাজ করবে। ছাগল-ভেড়াকে নিকটস্থ পয়েন্টে নিয়ে বিনামূল্যে ১ ডোজ পিপিআর টিকা নিশ্চিত করতে হবে খামারীদের।
পাঠকের মতামত: