নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ইজিবাইকে করে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার ইয়াবা সহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পালংখালীর লেদা বাজার নামক এলাকায় এসব ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার আসামী উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র মোঃ অঅব্দুল হক(৬০)৷
৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক চালক মাদক কারবারিকে ৩০ হাজার ইয়াবা সহ বৃদ্ধকে গ্রেফতার করা হয়৷ এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার পালংখালীর লেদা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে৷ এবিষয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, বিজিবি ৩০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইক সহ এক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করেন৷ এবিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি৷
পাঠকের মতামত: