নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া ব্যাগে থেকে ২০ হাজার পিস মায়ানমারের ইয়াবা জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া বেড়ী বাঁধ এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷
৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তে অভিযান চালালে একজন চোরা কারবারি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে ব্যাগ থেকে ২০ হাজার পিস মিয়ানমারের ইয়াবা উদ্ধার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে৷ পালিয়ে যাওয়া চোরাকারবারিকে ধরতে অভিযান চলমান আছে৷
পাঠকের মতামত: