কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়

উখিয়ায় ১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে থাকবে যেসব আয়োজন

আশিকুর রহমান::

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি প্রাক্তন পরীক্ষার্থীদের পুনর্মিলনী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) রাত ৮ টায় কোটবাজার আইটি স্পেশাল কেয়ার সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যেথায় থাকুক যে যেখানে, বাধন থাকুক প্রাণে প্রাণে’ এই স্লোগান সামনে রেখে ব্যাচের ১০ বছর পূর্তীতে আগামী ১৪ ডিসেম্বর শনিবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ২০১৪ ব্যাচের ছাত্র ছাত্রীরা ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।

থাকবে ঢ়েসব আয়োজন –

★ স্কুলের প্রিয় স্যারদের সম্মাননা প্রদান, স্যারদের অনুপ্রেরণা এবং, উপদেশমূলক বক্তব্য শ্রবণ।
★ সহপাঠিদের অনুভূতি প্রকাশ।
★ ফটোসেশন।
★ বিকালের খাবার।
★ বিকালের নাস্তা।
★ টি-শার্ট & ক্যাপ।
★ জমকালো কনসার্ট।
★ প্রবাসে অবস্থানরত বন্ধুদের জন্য, বিশেষ উপহার।
★ প্রজেক্টটরের মাধ্যমে, স্কুল জীবনের স্মৃতিময় ছবিগুলো প্রদর্শন।
★ র‍্যাফেল ড্র।
★বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে, বন্ধু হুমায়ুন কবিরের যাদু প্রদর্শনী।

পুনর্মিলনীর প্রস্তুতি সভায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ১৪” ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুর রহিম,যোবায়েত হোসেন,মাহাবুল আলম, জিয়া, বিজয় বড়ুয়া, নিখেল বড়ুয়া,মোহাম্মদ শাহজাহান, রিদুয়ান করিম,রায়হান উদ্দিন, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন জুয়েল, আলী মোহাম্মদ ফয়েজ, রফিকুল ইসলাম, আরমান জাহেদ, আবু সুফিয়ান আল কাদের, মোবারক হোসেন, ইমরুল কায়েস, বাবুল,আশিকুর রহমান,জয় বড়ুয়া, শাহেদ, হুমায়ুন কবির ও মোহাম্মদ আইমান।

উপস্থিত সকলে আগামী ১৪ ডিসেম্বর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল সহপাঠিদের অংশগ্রহণ প্রত্যাশা করে।

পাঠকের মতামত: