কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উখিয়ায় হাতি হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে উপজাতির আস্তানা থেকে হাতি হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বনবিভাগ৷

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন জানান, গত বৃহস্পতিবার জুমছড়ি এলাকায় একটি বন্য হাতির মৃত্যু ঘটে। মৃত্যুর সময় হাতিটির রক্তবুমি হয় এবং ময়নাতদন্ত কালে শরীর থেকে গুলি উদ্ধার হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে এক উপজাতির আস্তানায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়৷ এই আস্তানায় কাউকে পাওয়া যায়নি৷
তিনি আরও জানান, এবিষয়ে আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

পাঠকের মতামত: