কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উখিয়ায় শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৩৩ কেভি মেইন লাইন রক্ষণাবেক্ষণের জন্য শনিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷

বিষয়টি নিশ্চিত উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম কায়জার নুর জানান, উখিয়া জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি মেইন লাইন রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কর্তন করার জন্য (দ্বিতীয় সাইকেল-আংশিক) আলম মার্কেট, ছোটখাল এবং বড় খাল সিকদার পাড়া, ইনানী বাজার,নৌ বাহিনী ক্যাম্প এরিয়া, শফিরবিল, সালাম মার্কেট, পাটুয়ারটেক, বাইলাখালী, চোয়াংখালী, মাদার বনিয়া, ছেপটখালী, চাকমাপাড়া, মনখালী এবং বাহারছড়া শ্যমলাপুর এরিয়া সমূহ এবং Sea Pearl, Baywatch, Dera, Coral station, Ocean kitchen ও The Wave রিসোর্ট সমুহে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, কাজ শেষ হওয়ার সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে যেকোন সময় লাইন চালু হতে পারে।

পাঠকের মতামত: