কক্সবাজার, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

জাতীয় শিক্ষা পদক-২৩ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

উখিয়ায় ‘রুপান্তর সোসাইটি মরিচ্যা পালং’এর উদ্যোগে ইউনুছকে সংবর্ধনা

 

নিজস্ব প্রতিনিধি, উখিয়া::

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (২য়) স্থান নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ভূষিত করায় উখিয়া উপজেলার “রুপান্তর সোসাইটি মরিচ্যা পালং” সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে৷

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রুপান্তর সোসাইটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তর সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক, মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জহিরুল হক। নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়–য়া, সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আলম, আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইসমাঈল, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম.মঞ্জুর আলম সহ প্রমূখ।

এছাড়া সংবর্ধিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপান্তর সোসাইটির সহ-সভাপতি মিজানুল হক চৌধুরী। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক/সংবর্ধিত ব্যাক্তি মুহাম্মদ ইউনুছকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। সংবর্ধিত ব্যাক্তির কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত: