নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রেজিস্ট্রার ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে বিষপানে রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে৷
রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় রেজিস্ট্রার ক্যাম্পের ডি/৩১ ব্লকে এ ঘটনা ঘটে৷
নিহত রোহিঙ্গা তরুণী রেজিস্ট্রার ক্যামৃপের ডি/৩১ব্লকে বসবাসরত মনোয়ারা আক্তার(১৪)।
রেজিস্ট্রার ক্যাম্পের মাঝি উখিয়া বার্তা ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে এই ক্যাম্পে বিষপানে এই তরুণীর মৃত্যু হয়েছে৷ পরে তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন৷ সেখানে চিকিৎসক ওই তরুণীকে পরিক্ষা করে মৃত ঘোষণা করেন৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন উখিয়া বার্তা ডটকমকে জানান, রেজিস্ট্রার ক্যাম্পে মনোয়ারা আক্তার মৃত্যুর খবর পেয়েছি৷ তিনি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আছেন৷ সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে৷
পাঠকের মতামত: