কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উখিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে উখিয়া সদর বিটের আওতাধীন টিএন্ডটি, হাজম রাস্তা, শীলের ছড়া, কুতুপালং, উখিয়া কলেজগেট এলাকায় বন বিভাগের জমিতে কিছু অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। যা বন বিভাগের নজরে আসার পর তাদের কয়েকবার নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি।

 

তিনি বলেন, শনিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দিয়ে দখলমুক্ত করা হয়েছে। অবৈধকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে মামলা রুজু করা হয়েছে। জবরদখল প্রতিহতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানের সময় উখিয়া রেঞ্জের বিশেষ টহল দলের সদস্য, রামু রাজারকুল ও ইনানী রেঞ্জের কর্মকর্তা ও বন কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: