মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::
কক্সবাজারের উখিয়ায় ফের আটক হলো পাহাড় খেকো৷ এসময় মাটি ভর্তি একটি ডাম্পার জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।
সোমবার (৯ জানুয়ারি) মধ্যে রাতে হরিনমারা এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার এবং দুজন পাহাড় খেকোকে আটক করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম৷
আটককৃত আসামিরা হলেন, রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণ মারা এলাকার আবুল মনজুর ছেলে মো শাহিন, সোনালির ছেলে সাইফুল৷
উক্ত সাড়াশি অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন নেতৃত্বে রাজাপালং বিট কর্মকর্তা মনসুর রহমান এবং উখিয়া সদর বিট কর্মকর্তা, মো. সাজ্জাদুজ্জামান সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন৷
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বলেন, উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগান এলাকার মাদারি জামাল নামের এক পাহাড় খেকো বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে পাহাড়, বন উজাড় করে মাটি পাচার করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ডাম্পার ও দুজন পাহাড় খেকোকে আটক করা হয়৷
উখিয়ার দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন জানান, আটককৃত আসামিরা পাহাড় কাটার সময় আটক করা হয়৷ এসময় একটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়৷ দৌছড়িতে এমন অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত: