কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উখিয়ায় ফার্মেসিতে মুরগির ওষুধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা মার্মেসীতে পোল্ট্রি (হাঁস-মুরগি) মেডিসিন রাখায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলার কোটবাজার ও মরিচ্যা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন ফার্মেসীতে পোল্ট্রি (হাঁস-মুরগি) মেডিসিন রাখা, আইন অমান্য করে এন্টিবায়োটিক রেজিস্ট্রার না রেখে ফার্মেসীতে ঔষধ বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া কোম্পানির স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধও বিক্রির উদ্দেশ্যে দৃশ্যমান অবস্থায় রেখেছে অধিকাংশ ফার্মেসী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক এসব ফার্মেসিকে জরিমানা করতে দেখে একাধিক ফার্মেসি দোকান বন্ধ করে দেয়৷
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, উপজেলার কোটবাজার ও মরিচ্যা বাজার ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ রাখা হয়নি। ফার্মেসীতে পোল্ট্রি (হাঁস-মুরগি) মেডিসিন রাখার অপরাধে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত: