নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া বাজারে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৫ ব্যবসায়ীকে গুনতে হয়েছে ১৩ হাজার টাকা জরিমানা৷
বুধবার (১৯ মার্চ) বিকালে উখিয়া সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা জায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদর রাস্তার দুপাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে পাশাপাশি ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে৷ সাথে সাথে অন্যান্য ব্যবসায়ীকে সচেতন করা হয়েছে৷
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, রমজানে রোজকারদের ভোগান্তি কমাতে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার উখিয়া বাজারে অভিযান পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়৷
এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পাঠকের মতামত: