কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বৃহত্তর থাইংখালী শিক্ষক পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয়ের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুলের পরিচালনায় এই ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ সওদাগর, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ, ফারিরবিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জমির উদ্দিন মাহমুদ, রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ উল্লাহ, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, রহমতের বিল দাখিল মাদ্রাসা সুপার ফজলুল করিম, কক্সবাজার কোর্টের পেসকার ফরিদুল আলম পেসকার, আবুল হোসাইন, মাস্টর নুরুল বশর, শাহ ইউনূস, মুজিবুল বশর প্রমুখ।
এ ছাড়াও থাইংখালী শিক্ষক পরিবারের সকল সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উখিয়া উপজেলার বৃহত্তর থাইংখালী শিক্ষক পরিবার একটি সেবামূলক, সামাজিক সংগঠন। প্রতি বছর এই সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল, প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তির আয়োজন করে থাকে।
পাঠকের মতামত: