কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় তাহযীবুল উম্মাহ মডেল হিফয মাদ্রাসায় প্রথম বছরে ২০ হাফিযকে এ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহযীবুল উম্মাহ মডেল হিফয মাদ্রাসার ২০জন শিক্ষার্থীকে প্রথম হিফজুল কোরআন এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (৭ ডিসেম্বর) কোট বাজার উত্তর স্টেশনে দিনব্যাপী অনুষ্ঠিত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রিন্সিপাল হাফিজ উদ্দিন জায়েদ। এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী।

প্রথম হিফজুল কোরআন এ্যাওয়ার্ড ২০ জন শিক্ষার্থীরা হলেন, আব্দুল মুমিন, রায়ান মুস্তাফা তাহসিন, মুস্তাফিজুর রহমান ফাহিম, মুজাহিদুল ইসলাম তাহমিদ, ইরফান হোসাইন ইসমাইল, মোহাম্মদ নাহিয়ান কবির, আবরার হামীম আলভী, মোহাম্মদ মিজান, শরিফুল ইসলাম সজীব, মোহাম্মদ ইয়াসির খান, মোঃ শুয়াইবুল ইসলাম, মোহাম্মদ আনাস, জিহাদুল ইসলাম জিহাদ, মোহাম্মদ আনাস, মোহাম্মদ জিহাদ, ওবায়দুল্লাহ আল মাহাদী, আব্দুল্লাহ আল মামুন, মুনতাহা, আজিজা রশিদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন এবং হিফয অধ্যয়নরত শিক্ষার্থীদের ইসলামি সংগীত ও বক্তৃতা প্রদান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে হিফয বিভাগের ২০ জন শিক্ষার্থীদের মাঝে পাগড়ী, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন কাদেরী বলেন, “দক্ষিণ কক্সবাজারে তাহযীবুল উম্মাহ মডেল হিফয মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে স্বল্প সময়ের মধ্যে যেভাবে আলোড়ন সৃষ্টি করে হাফেজ ও হাফেজা সৃষ্টির অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। দ্বীনের আলো ছড়িয়ে দিতে আমরা সবাই পারিনা। যারা সবসময় ইসলামী চিন্তাধারা নিয়ে পরকালীন চিন্তা করে তারাই দুনিয়াতে মহান আল্লাহ ও রাসূল প্রদত্ত বিধি বিধান পালনে সচেষ্ট থাকে। আপনার ঘরে একজন হাফেজে কুরআন সন্তান থাকা মানে পুরো পরিবার তথা সমাজ কিংবা রাষ্ট্রের সুনাম বয়ে আনা। যারা কুরআনের আলো ছড়াচ্ছে তারাই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তাহযীবুল উম্মাহ মডেল হিফয মাদ্রাসার শিক্ষার্থীদের চমৎকার সাফল্য অর্জনে আমরাও আনন্দিত। ভবিষ্যতে এটার ধারাবাহিকতা অব্যাহত থাকুক।”

এসময় এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল,রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হক, সমাজ সেবক আবুল মনসুর চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাবেক ছাত্রনেতা সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর, উখিয়া উপজেলা উখিয়া উপজেলা ফার্নিচার ও ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা সরোয়ার, অভিভাবক মাওলানা ওসমান নুরুল কবির সহ অনেকে অনুভূতি ব্যাক্ত করেন।

পাঠকের মতামত: