কক্সবাজার, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি’হ’ত

 

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলা অংশে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারো মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী এক এনজিও কর্মী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, নিহত মোটর সাইকেল আরোহীর নাম লিকু মানকিন (৩০)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার ভরপুরের বাসিন্দা অবনী দে’র পুত্র।

ট্রাকের চালক সন্তোষ চন্দ্র বর্মন (৪০) কে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরিফ হোসেন বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিক উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুল কবির প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, কুতুপালং এর আমগাছ তলা নামক স্থানে ঝুঁকিপূর্ণ বাঁকে এ দুর্ঘটনা ঘটে। একটি রডবাহী ট্রাক সড়কের ঢালু উঠতে গিয়ে উল্টো দিকে নেমে আসে।

এসময় পেছনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক লিকু মানকিন।

মাহাবুবুল কবির জানান, দূর্ঘটনার সময় মোটর সাইকেলে আরোহী হিসেবে ছিলেন নিহত লিকু’র স্ত্রী ও ২ বছর বয়সী পুত্র সন্তান। কিন্তু তারা সামান্য আহত হলেও বেঁচে যান।

এর আগে গত ২ জানুয়ারি একই সড়কের থাইংখালী এলাকায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

পাঠকের মতামত: