কক্সবাজার, বুধবার, ১২ মার্চ ২০২৫

উখিয়ায় জেন্ডার সমতা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের ‘সমাজে লিঙ্গ সমতা এবং ভালো অনুশীলন প্রচারের উপর সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

রোববার (৯ মার্চ) সকালে উখিয়া গ্লোবাল ট্রেনিং সেন্টারে শিক্ষ ও সমাজ প্রতিনিধি, অভিভাবক, ইউৎ ফোরাম লিডার, ধর্মীয় লিডার, সিবিও এবং ভিডিসি’দের নিয়ে অনুষ্ঠিত হয়৷ এসময় তাঁরা প্রতিজ্ঞা করেছেন সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করার৷

এসময় উপস্থিত থেকে কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ হোসেন বলেন, আমরা আজ এখানে একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে। আমাদের সমাজে বহুদিন ধরে প্রচলিত কিছু সামাজিক প্রথা ও বিশ্বাস রয়েছে, যা অনেক ক্ষেত্রে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে, বিশেষ করে নারী, শিশু এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। আমাদের সমাজে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও, বাস্তবে আমরা এখনো দেখি- বাল্যবিবাহ, নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য, গৃহস্থালি কাজের অসম ভারসাম্য, কর্মক্ষেত্রে নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা- এমন অনেক বিষয় আজও আমাদের সমাজে বিদ্যমান, যা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের উন্নয়নকে ব্যাহত করছে। আমাদের সমাজ থেকে জেন্ডার বৈষম্য দোর করতে হবে৷

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের ম্যানেজার ফ্রান্সিস মণ্ডল এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মিতু সরকার পাপিয়া ও উপজেলা কোর্ডিনেটর ছোটন বড়ুয়া৷

পাঠকের মতামত: