কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উখিয়া উপজেলা শাখার উদ্যোগে দলের ৪৬তম প্রতিষ্ঠাতাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠাতা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও কেক কাটা।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে উখিয়া-টেকনাফ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বাসভবণ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী মহিলা দল উখিয়া উপজেলা শাখার সভাপতি আইরিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলাদলের সহ সভাপতি রাশেদা বেগম মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম ও সেলিনা আক্তার মুক্তা প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী তার বক্তব্যে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে আগামীতে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেন নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহিলাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে কেক কেটে দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয়। এ এ সময় উপজেলা মহিলা দল ও ইউনিয়ন মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: