কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

অজ্ঞাতনামা ১ জন ও ২ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু আইনে থানা মামলা

উখিয়ায় চুরির অপবাদে কিশোরীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া উপজেলা নুর ইলেক্ট্রনিকস থেকে বিদ্যুতের তার চুরির অপবাদে প্রকাশ্যে এক কিশোরীকে হেনস্থার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তে ভাইরাল ভাইরাল হয়ে যায়৷
গত (২৭ মার্চ) বৃহস্পতিবার নুর ইলেক্ট্রনিকসে ঐ কিশোরীকে মারধরের সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তাৎক্ষনিক উখিয়া থানা পুলিশের নজরে আসলে অভিযুক্ত দোকান মালিক ও কর্মচারীকে হেফাজতে নেওয়া হয়৷
এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) রাতে ভিকটিম ঐ কিশোরী বাদী হয়ে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এসময় থানায় হেফাজতে থাকা এজাহারভুক্ত দুই আসামীকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে৷ তাছাড়া অজ্ঞাতনামা আরো ১ জনকে আসামী করা হয়েছে।
গ্রফতারকৃত আসামীরা হলেন, উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার মৃত হায়দার আলীর পুত্র আবুল কাশেম (৫৭) ও ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের আবুল হাশেমের পুত্র ইব্রাহিম (১৫)।
মামলার বাদী আরিবা (ছন্দ নাম) এজাহারে উল্লেখ্য করেছে, টেকনাফ উপজেলার হোয়াই্যকং নিজ বাড়ি থেকে বের হয়ে উখিয়ার জালিয়াপালং এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথিমধ্যে গাড়ি থেকে নামিয়ে উখিয়া নূর ইলেকট্রনিকস নামের এক দোকানে নিয়ে গিয়ে চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে অমানবিক নির্যাতন ও হেনস্তা করেন৷ বাদীর দাবী, বৃহস্পতিবার ঘটনার আগে কখনো প্রধান অভিযুক্তের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাননি। আমি কক্সবাজার লেখা পড়া করতাম, বাবার মৃত্যুতে আর পড়ালেখার খরচ বহন করতে না পারলে নিজ এলাকায় চলে আসেন৷
উখিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি সোহেল ফেইসবুকে পোস্ট করেছেন, “চুরির জের ধরে উখিয়ায় নারী হেনস্তার ঘটনাটা পুরো কক্সবাজারে আলোচিত ঘটনা। এটি নিতান্তই নিন্দাজনক এবং আপনারা উখিয়াবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা তাত্ক্ষণিক থানা পুলিশকে অবগত করলে অভিযুক্তদের গ্রেফতার করেন ওসি৷”
এদিকে নেটিজেনরা উখিয়া থানা তড়িৎ ব্যবস্থা নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে আমার দেশ’কে জানান, চুরির অপবাদ দিয়ে একটি কিশোরীকে প্রকাশ্যে এধরণের ঘটনা আইন বহির্ভূত অপরাধ। তড়িৎ পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের আজ কক্সবাজার কারাগারে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: