নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন এক সংবাদকর্মী, এতে তাঁর বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের নাম শেষে বাড়ি ফিরতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে। আহত এম.এ রহমান সীমান্ত, চট্টলা বাংলা নামে একটি অনলাইন গণমাধ্যমের নির্বাহী সম্পাদক।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সীমান্তের চোখে, পায়ে আঘাতে চিহ্ন আছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে রেফার করা হয়েছে।’
মুমূর্ষু অবস্থায় রহমান বলেন, ”আমি নামাজ শেষে মসজিদ থেকে বের হলে স্থানীয় মাহমুদুল হক ও সীমান্তের চোরাকারবারি আবু বক্করের নেতৃত্বে রড-চুরি নিয়ে ১০/১২ জন অতর্কিত হামলা চালায়।” সংবাদ প্রকাশের জেরে এই হামলা বলে জানান ভুক্তভোগী সীমান্ত।
রহমানের মামা আব্দুর রহিম বলেন,”হত্যার উদ্দেশ্যে আমার ভাগিনাকে হামলা করেছে সন্ত্রাসীরা। তার চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।”
বিষয়টি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসাইন নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে৷
পাঠকের মতামত: