নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় ইটভাটার ব্যবহৃত পানির কূপে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে৷
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে৷ একই এলাকার গোলাম আকবরের ছেলে মোহাম্মদ রুবেল(৯)৷
বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা গোলাম আকবর জানান, দুপুরে নামাজের সময় খেলাধুলা করা অবস্থায় ইটভাটায় ব্যবহৃত জমানো পানির কূপে পড়ে আহত হলে তাৎক্ষণিক উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ৯ বছরের শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে৷ সুরতহাল ও কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷
পাঠকের মতামত: