কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ফারুক আহমদ, উখিয়া::

আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে উখিয়ায় মানববন্ধন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ( ৫ মার্চ) উখিয়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।
উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্র এবং ইপসা কর্মকর্তা সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম আগামী ৮ মার্চ রবিবার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতি নারী দিবস পালিত হবে।
এদিকে অনুষ্ঠিত নারী সমাবেশে ইপসার আস্থা-উখিয়া প্রকল্পের পক্ষথেকে প্রকল্পের সকল সহকর্মীরা যোগদান করেন।

উল্লেখ্য যে আস্থা প্রকল্পটি আইন ও সালিশ কেন্দ্র ও ইউএনএফপিএ-র কারিগরী সহযোগিতায় ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ইপসা কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বাস্তবায়ন করছে

পাঠকের মতামত: