নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান চালিয়ে করাতকল ও গাছ জব্দ করা হয়েছে৷
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রাজাপালং ইউনিয়ন উত্তর পুকুরিয়া এলাকা থেকে এটি উচ্ছেদ করে জব্দ করা হয়৷
বনবিভাগের সূত্রে জানাজায়, সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে অবৈধ করাতকল বসিয়ে চিরাই করে বাজারে বিক্রি করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ১টি অবৈধ করাতকল ও ২০ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, থানা পুলিশ ও বনকর্মীরা৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে৷ এটিসহ ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ করে জব্দ করা হয়েছে৷ আরও অভিযান পরিচালনা করা হবে৷
উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন জানান, কিছু অসাধু চক্র অবৈধভাবে করাতকল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে বিক্রি করার দায়ে উচ্ছেদ করা হয়েছে করাতকল। যেসব অবৈধ স’মিল বসিয়ে বনের গাছ কেটে বিক্রি করছেন সেসব করাতকলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে৷
পাঠকের মতামত: