কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ উখিয়ার ৩ নারী-শিশু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক সহ উখিয়ার ৩ নারী-শিশুকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- কক্সবাজার র‍্যাব-১৫৷

গত রোববার (২৩ মার্চ) বিকালে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩) ও বটতলী পূর্ব ফারির বিল এলাকার দিল মোহাম্মদের পুত্র ইকবাল হাসান (১৪)।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার সদর থেকে কিছু দুষ্কৃতিকারীর মিয়ানমারের আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প পৌঁছানের প্রস্তুতি দিচ্ছে৷ খবর পেয়ে র‍্যাব-১৫ খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ জোড়া মিয়ানমার বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ইউনিফর্ম ও ৩৫ হাজার বাংলাদেশী টাকা এবং ৪টি মোবাইল নিয়ে ২জন নারী ও ১ জন শিশুকে গ্রেফতার করা হয়৷ এসময় নুর মোহাম্মদ (৫০) নামের ১ জন পালিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গত রবিবার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম ও ৩৫ হাজার বাংলাদেশী টাকা এবং ৪টি মোবাইল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়৷ এসময় একজন পালিয়ে যায়৷ তাঁকে গ্রেফতারে অভিযান চলমান আছে৷

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে জাননা সহকারী পুলিশ সুপার৷

পাঠকের মতামত: