কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

আইসিসির তদন্তের নির্দেশ প্রত্যাখ্যান মিয়ানমারের

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের নির্দেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হাওটে বলেন, ‘আইসিসির দ্বারা মিয়ানমারে তদন্তের নির্দেশ আন্তর্জাতিক আইন অনুসারে নয়।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের নিজস্ব কমিটিগুলো যেকোনো অবমাননার তদন্ত করবে এবং প্রয়োজনে জবাবদিহিতা নিশ্চিত করবে।’

এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি অনুসারে আইসিসির এখতিয়ারের মধ্যে অভিযুক্ত অপরাধের জন্য তদন্তের জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এ তদন্ত বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতিতে গণ্য হবে। আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার তৃতীয় বিচারক ওলগা হেরেরা কার্বুকিয়া, প্রিসাইডিং, বিচারক রবার্ট ফ্রেমর এবং বিচারক জেফ্রি হেন্ডারসন সমন্বিত বেঞ্চ এ নির্দেশ দেন।

পাঠকের মতামত: