কক্সবাজার, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার(১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার(১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন সহ অধিনায়ক(পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-৭ এর জি-১৭ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে মো. রহিম(২৪),ক্যাম্প-১৮ এর এম-১০ ব্লকের সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর(২৭) ও ক্যাম্প-৬ এর সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ(৩২)।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানায়,” গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ২টি ওয়ানশুটারগান, একটি দেশীয় তৈরি রিভলবার, ৩রাউন্ড রাইফেলের গুলি,৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।”

পাঠকের মতামত: