২০ আগস্ট ২০১৬ সালে রিও অলিম্পিকে নিজেদের পরিবেশে নখ কামাডানো ম্যাচে জার্মানিকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে স্বর্ণ জিতেছিল ব্রাজিল। চলমান আসরে দলটি টোকিওতে আসে অলিম্পিক স্বর্ণ নিজেদের করে রাখার প্রত্যয় নিয়ে। ৩ আগস্ট বিকালে গড়ানো ম্যাচে মেক্সিকোর শক্ত বাধার মুখে পড়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন দলই গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে জিতে স্বর্ণপদক নিজেদের করে রাখার মিশনে ভালোভাবেই টিকে থাকলো ব্রাজিল।
পেনাল্টি শ্যুট-আউটে তারা মেক্সিকো হারায় ৪-১ গোলে। ৭ আগস্টের ফাইনালে ব্রাজিল খেলবে ৩ আগস্ট বিকাল ৫টায় শুরু হওয়া স্বাগতিক জাপান ও স্পেনের মধ্যকার দ্বিতীয় সেমিতে বিজয়ীর বিরুদ্ধে। ব্রাজিল- মোক্সিকোর ম্যাচটি অনুষ্ঠিত হয় জাপানের কাশিমা স্টেডিয়ামে। ভেন্যুটির দর্শক ধারণক্ষমতা ৪১ হাজার, কিন্তু করোনা মহামরির কারণে দর্শকশুন্য ভেন্যুতেই ৩ আগস্ট বাংলাদেশ সময় দুপুরে স্বর্ণপদক জন্য লড়াইয়ে নামার যোগ্যতা অর্জনের ম্যাচে অবতীর্ন হয়। মেক্সিকো শক্ত প্রতিপক্ষ হলেও শুরু থেকেই ব্রাজিল খেলেছে ফেবারিটের মতোই। ১০ম মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু গিলেরমো আরানার নেওয়া শট রুখে দেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া। ২৮তম মিনিটে পেনাল্টি পেতে পেতেও পাওয়া হয়নি ব্রাজিলের। সে সময় মেক্সিকোর ডি-বক্সে এক ডিফেন্ডারের ট্যাকলে ডগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি। সময় যতই গড়াতে থাকে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে মেক্সিকো।
বিরতির ঠিক আগে সুবর্ণ সুযোগ পায় তারা।। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুানা। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়াগো কার্লোস দলকে বিপদমুক্ত করেন। ৭৫তম মিনিটে একটি ফাউলের ঘটনায় দুই পক্ষ অহেতুক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। রেফারি এসে পরিবেশ শান্ত করেন। গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন ৮২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার দারুণ সুযোগ পান, কিন্তু এবার বাধ সাধে সাইড পোস্ট। দানি আলভেসের ক্রসে ঝাঁপিয়ে এভারটন ফরোয়ার্ডের হেড পোস্টের ভেতরের দিকে লেগেও গোলে যায়নি।
সুবাদে সব প্রচেষ্টা ব্যর্থ উভয় দলেরই, সেটা ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে গিয়েও। যে কারণে টাইব্রেক, তাতে মেক্সিকো ব্যর্থ আর ৭ আগস্টের ফাইনালে পৌঁছে উল্লসিত ব্রাজিল শিবির।
পাঠকের মতামত: