ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের বিভিন্ন পর্যায়ে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা চালুর ধারাবাহিকতায় একসেস টু ইনফরমেশন (এটুআই) পরিসেবা বিল ও ফি প্রদানের পদ্ধতি সহজ করার লক্ষ্যে শিগগিরই ‘একপে’ নামে একটি ডিজিটাল প্লাটফর্ম চালু করতে যাচ্ছে।
এটুআই-এর ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিস ল্যাব প্রোগ্রামের সমন্বয়ক তহুরুল হাসান টুটুল বাসস’কে জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পার্সন টু বিজনেস (পিটুবি) পদ্ধতির কেন্দ্রীয়করণের উদ্দেশ্যে এটুআই এই ‘একপে’ প্লাটফর্মটি চালুর উদ্যোগ নিয়েছে। যেখানে একটি প্লাটফর্মের মাধ্যমে জনগণ সব ধরণের পরিসেবা বিল (চালান ব্যতীত) ও সব শিক্ষা বোর্ডের ফি প্রদান করতে পারবে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়, যার ৯৫ শতাংশই ক্যাশভিত্তিক। এই ব্যক্তিগত লেনদেনকে তিন ভাগে ভাগ করা যায়- পার্সন টু বিজনেস (পিটুবি), পার্সন টু পার্সন (পিটুপি) এবং পার্সন টু গভর্ণমেন্ট (পিটুজি)।
তহুরুল হাসান বলেন, এই ক্যাশভিত্তিক লেনদেন ও বিল পরিশোধ জনগণের জন্য ভোগান্তিকর। এর প্রেক্ষিতে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশের সব পরিসেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য সব ধরণের ফি প্রদানের পদ্ধতি সহজ ও সমন্বিত করতে এটুআই ‘একপে’ নামক প্লাটফর্মটি চালু করতে যাচ্ছে ।
তিনি বলেন, আমরা আশা করছি শিগগিরই এই ডিজিটাল প্লাটফর্মটি চালু করতে পারবো। এ লক্ষ্যে ‘একপে’ এর সাথে ইতোমধ্যে দেশের ১৬ টি পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ১৯ টি ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তিনি আরো বলেন, ১৬ টি পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এর মধ্যে বিদ্যুৎ সরবরাহকারী ৫টি, গ্যাস সরবরাহকারী ৪টি, পানি সরবরাহকারী ৩টি, সিটি কর্পোরেশন ২টি, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী ১টি ও অন্য পরিসেবা সরবরাহকারী ১টি প্রতিষ্ঠান রয়েছে।
প্রকল্প অফিস সুত্রে জানা যায়, ‘একপে’ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের পেমেন্ট পদ্ধতির একক প্লাটফর্ম। এর মাধ্যমে জনগণ সরাসরি ডেবিট, ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড, ভিসা কার্ড, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, ই-ওয়ালেটসহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে ফি প্রদান ও বিল পরিশোধের রশিদ প্রিন্ট করতে পারবে।
ডিজিটাল প্লাটফর্ম ‘একপে’ এর মাধ্যমে গ্রাহক বিল প্রদানের ক্ষেত্রে দুইটি পদ্ধতি গ্রহণ করতে পারবে। প্রথমত, ডিরেক্ট পেমেন্ট; দ্বিতীয়ত ‘ইনডিরেক্ট পেমেন্ট’। ‘ডিরেক্ট পেমেন্ট’ এর ক্ষেত্রে গ্রাহক নিজে তার ইচ্ছে মতো, ‘একপে’ প্লাটফর্মের মাধ্যমে সরাসরি যেকোন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে বিল প্রদান করতে পারবে। অন্যদিকে ইনডিরেক্ট পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক কোন ব্যাংক কিংবা এজেন্ট পয়েন্টের মাধ্যমে বিল প্রদান করতে পারবে।
প্রাথমিক পর্যায়ে ’একপে’ এর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, সিটি কর্পোরেশন, টেলিযোগাযোগ ও অন্যান্য পরিসেবা বিল প্রদান করা যাবে। পর্যায়ক্রমে শিক্ষা বোর্ডের সব ফি ও সড়ক পরিবহনের সব বিল এই প্লাটফর্মের আওতায় নিয়ে আসা হবে। বীমা প্রিমিয়াম, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ফি, ক্রেডিট কার্ড এবং স্থানীয় করের মত সব ধরনের আর্থিক লেনদেনকে এই সেবার আওতাভুক্ত করা হবে।
ডিজিটাল পেমেন্ট সিস্টেম ’একপে’ আর্থিক সেবা কার্যক্রমকে ত্বরান্বিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা সরকারের প্রতিষ্ঠানসমূহকে দক্ষ ও স্বচ্ছ করে তোলার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশ:
২০১৯-০৬-০১ ০৯:১৯:০২
আপডেট:২০১৯-০৬-০১ ০৯:১৯:০২
- ভোটার হতে গিয়ে উখিয়ার রোহিঙ্গা সহ আটক ৩
- রোহিঙ্গা শ্রমিকের ছড়াছড়ি, স্থানীয়রা কোণঠাসা
- কক্সবাজারে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক
- উখিয়ায় সড়ক নির্মাণে বালির পরিবর্তে পাহাড়ি মাটি!
- সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে করা রিট খারিজ
- সেন্টমার্টিনে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ
- উখিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- কক্সবাজারে ‘বাফুফে সেন্টার অব এক্সিলেন্স’র স্থান পরিদর্শনে প্রতিনিধি দল
- উখিয়ার মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত
- উখিয়ায় আসছেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী
- উখিয়ায় বেঞ্চের অভাবে ভোগান্তিতে কোমল শিক্ষার্থীরা
- উখিয়ায় প্রিজন ভ্যানে হামলা করে সন্ত্রাসী ছিনিয়ে নিল মুন্না গ্রুপ
- উখিয়া টেকনাফের তিন মাদক কারবারির সম্পদ ক্রোক
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গাড়ির ধাক্কায় শিশু নিহত
- প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন কুতুবদিয়া যাচ্ছেন কাল
- রোহিঙ্গা ক্যাম্প মুখি নয়, কলেজ মুখি হতে হবে শিক্ষার্থীদের- শাহজাহান চৌধুরী
- সাফজয়ী উখিয়ার শাহেদাকে কক্সবাজারে সংবর্ধিত
- মিয়ানমার নৌবাহিনীর গুলিতে আহত বাংলাদেশি জেলে
- টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
- যাত্রী সংকটে কাল সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ, ১ ডিসেম্বর থেকে চলবে
- মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনা চায় বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ
- জান্তাপ্রধানকে গ্রেফতারে পরোয়ানার আবেদন, স্বাগত জানাল বাংলাদেশ
পাঠকের মতামত: