কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য খুলে দেয়া হয়েছে বিভিন্ন এনজিওর সেন্টার- আরআরআরসি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিেকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য খুলে দেয়া হলো বিভিন্ন এনজিওর কমিউনিটি ও লার্নিং সেন্টার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান মুঠোফোনে জানান, জরুরি ভিত্তিতে কো-অর্ডিনেশন সভা করা হয়েছে ক্যাম্পে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোকে নিয়ে৷ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে সেবা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।

শীতের রাতে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন সংস্থার সেন্টার খুলে দেয়ার কথা জানিয়ে মিজানুর রহমান বলেন, আজকের অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, সি-৫ ব্লক সিআইসি অফিসের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত: