কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

১৬ বছর পর উখিয়ায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

উখিয়া প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমির মওলানা আবুল ফজল।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহ্ জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জোলা আমীর ও হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসকের আমলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচিগুলো পালন করতে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। এ সকল বাধাকে উপেক্ষা করেও আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এসেছি।

বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশটিকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে এজন্য আমাদের সকল কর্মীদের একাত্মবোধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাবেক সেক্রেটারী এডভোকেট শাহ্ জালাল চৌধুরী, কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারী আল-আমিন মোঃ সিরাজুল ইসলাম সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা শাখার শিবির কর্মী ও জামায়াতের নেতাকর্মীরা৷

পাঠকের মতামত: