কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

 

যৌতুক নিরোধ আইনে স্ত্রীর মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  রবিবার (২১ মে) সকালে আইনজীবী শুভ ধর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শুভ ধর (৩৮) পটিয়া উপজেলার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, হিন্দু শাস্ত্রবিধি মেনে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ধরের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহ পরবর্তী স্ত্রীকে নিয়ে শুভ ধর তার বোনের বাসায় থাকতে শুরু করেন। সেখানে দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে স্বামী, স্বামীর বোন, বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কারণে-অকারণে গায়ে হাত তোলেন। এমনকি নিয়মিত পুত্রের ভরণ-পোষণও দেননি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।

পাঠকের মতামত: