টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) মধ্যরাত ২টার দিকে উখিয়া ৮নং ক্যাম্পের ব্লক- বি/২৬ এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ৮নং ক্যাম্পের ওমর ফারুকের মেয়ে রুমা (১), সবুরা বেগম (২২) ও খাইরুল হক (৮)।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলেন, আহতদের বাড়ি পাহাড়ের সঙ্গে লাগোয়া ছিল। টানা ভারী বৃষ্টির কারণে এই ঘটনা ঘটে। সবাই ঘুমাচ্ছিল এ সময় হঠাৎ পাহাড় ধসে তিনজন মাটিচাপা পড়ে। পরে দ্রুত মাটি সরিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। উক্ত পাহাড় ধসের ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
পাঠকের মতামত: