কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা কমিউনিটি নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১)। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩ এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নিহত রোহিঙ্গা নেতার পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার মধ্যরাতে ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩ এর সামনে আনুমানিক ৩০ জন লোক রোহিঙ্গা নেতা নুরহাবি ওয়াক্কাসকে গুলি করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে।

পরে আশপাশের রোহিঙ্গারা এগিয়ে এসে তাকে রোহিঙ্গা ক্যাম্পের আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: