কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর গোরকঘাটা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, গত ২১ নভেম্বর রাত ১০টার দিকে জাহেদ এগ্রোফিড (সার) দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা এবং বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ দাশের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে জাহেদ এগ্রোফিড (সার) দোকান, নেপাল ফুড এবং কাজলের চাউলের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ব্যবসায়ীরা তাদের জীবনের অন্যতম বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত: