রাঙামাটির বরকল থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার সিরাজুল ইসলাম বরকল থানার দিবাকুড় কুটিছড়ার মৃত আব্দুল বারেকের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, ১৯৯৮ সালের ২২ জুলাই দায়ের হওয়া একটি মামলায় সিরাজুল ইসলামকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই থেকে সিরাজুল ইসলাম পলাতক ছিলেন। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২৫ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: