কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি আগামী ১২ ও ১৩ জুলাই কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের উদ্দেশ্য কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিমান পরিবহন ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা।

মঙ্গলবার (৯ জুলাই) মন্ত্রীর একান্ত সচিব মাইন উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বিভিন্ন পর্যটন স্থাপনা ও বিমানবন্দর পরিদর্শন করবেন। ১২ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার বিমানবন্দর অবতরণ করবেন তিনি। এরপর কক্সবাজার পর্যটন মোটল শৈবালে উপস্থিত হবেন। সাড়ে ৫টায় পর্যটন মোটেল শৈবালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। এদিন রাত্রিযাপন শেষে পরদিন শনিবার সকাল ১০ টায় কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় হোটেল সায়মনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় পর্যটন মোটেল শৈবাল, প্রবাল, উপল ও লাবণী পরিদর্শন শেষে কক্সবাজারে হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

পাঠকের মতামত: