কক্সবাজার, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

টেকনাফে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলা উদ্দিন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার আব্দুল মাবুদের ছেলে ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাটমুড়া পাড়ার আবদুস সালাম ছেলে ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমান (২১) কে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে একটি চক্র অপহরণ করে নিয়ে যায়।

পর দিন সন্ধ্যায় অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবাকে ফোন করে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। উক্ত টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করবে বলে স্বজনদের জানায় তারা।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করলে টেকনাফ মডেল থানার মামলা নং-৬৪/৫১৭, তাং-২৯/০৯/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তারা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে।

গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৪ অক্টোবর) টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা থেকে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন (২৪) কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: