কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মুত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কোরালখালী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল- তাবিয়া জান্নাত (৪) ও হোছাইবা আক্তার (২)। তার দুইজনই ওই এলাকার সাইফুল ইসলামের কন্যা।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, দুই শিশুর মা পুকুরে অজু করে নামাজ পড়তে যায়। এ সময় বাড়ির উঠানে খেলার ছলে হোছাইবা পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তাবিয়াও পুকুরে নেমে পড়ে। এতে দুইজনই পানিতে ডুবে মারা যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর তিনটার দিকে পুকুরের পানিতে দুইজনের লাশ ভাসতে দেখা যায়। দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেই জানায়নি।

পাঠকের মতামত: