কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক ঢাকার পল্লবীর কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে স্থানীয় কয়েকজন জেলে আমাদের খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ প্রেরণের প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল বুধবার বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে সজিব স্রোতের টানে ভেসে যায়। এ সময় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও সজীবকে পাওয়া যায়নি।

পাঠকের মতামত: