কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

কক্সবাজার শহরে কলেজ পড়ুয়া এক তরুণী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবী, নিহত তরুণীর সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। তাকে বিয়ের জন্য বার বার তাগাদা দিলেও ওই যুবক বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।
বুধবার নিজ বাড়ির ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত তরুণীর বাবা জানান, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। পরে ঘরোয়াভাবে বিয়ের কথাও চলছিলো। কিন্তু ওই যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানালে তার মেয়ে আত্মহত্যা করে বলে দাবী তার।

পাঠকের মতামত: