কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

এমভি বে ওয়ানে ‘সি প্লাস টিভি’র বর্ষপূর্তি অনুষ্ঠান

বিলাসবহুল জাহাজ এমভি বেওয়ানে ও সেন্টমার্টিন দ্বীপে প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উদযাপন করেছে চট্টগ্রামের ভাষায় প্রচারিত জনপ্রিয় ‘সি প্লাস টিভি’ পরিবার।

প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর অপু, সাংবাদকর্মী, সংবাদপাঠক ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে গত ৫ই জানুয়ারী রাত ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে শুরু করে বর্ণাঢ্য এ অনুষ্ঠান। জাহাজে ভাসতে ভাসতে বিশাল অডিটরিয়ামে কেক কাটা, র‌্যাফেল ড্র ও প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে হয় বারবিকিউ পার্টি, র‌্যাফেল ড্র ও বিচে ফুটবল খেলা ও সঙ্গীত সন্ধ্যা।

ফিরতি পথে শনিবার বে-ওয়ান অডিটরিয়ামে বিগত বছরগুলোতে সিপ্লাসের অর্জনসহ বিভিন্ন আলোচনা, স্মৃতিচারণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বে ওয়ান ক্রুজে যাতায়াতকারি প্রায় ৯৫০ জন যাত্রী সি প্লাস পরিবারের বর্ষপূর্তির অনুষ্ঠান উপভোগ করেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত: