কক্সবাজারের উখিয়ায় অ্যাম্বুলেন্স উল্টে এক শিশুসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।
বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার ঘাট কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্স উল্টে দুই রোহিঙ্গা মারা গেছে আর দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পাঠকের মতামত: