কক্সবাজার, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

ইয়াবা বদি’র মাদক ব্যবসার সহযোগী উখিয়ার সী-লাইন বাদশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ইয়াবা কারবারি আবদুর রহমান বদির মাদক ব্যবসার সহযোগী, ভূমি খেকো ও পরিবহন সেক্টরের চাঁদাবাজ, উখিয়া সী-লাইন ড্রাইভার নুর মোহাম্মদ বাদশাকে গ্রেপ্তার করেছে (র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ বাদশা (৪২) রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার সৈয়দ নুরের পুত্র। তিনি রাজাপালং ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করছেন৷

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত নুর মোহাম্মদ বাদশা বিগত সরকারের আমলে কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ আসনের গ্রেফতারকৃত সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদি’র অন্যতম সহযোগী হয়ে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ভূমি দখল, কক্সবাজারের পরিবহন সেক্টরে সিন্ডিকেট করে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। জীপ মালিক সমিতি গঠন করে সমস্ত ডাম্পার গাড়ি থেকে প্রতি মাসে নিয়মিত মাসিক চাঁদা আদায় করতো।

তিনি আরও জানান, উখিয়া-কক্সবাজারগামী সড়কের সি-লাইন নামক বাস সমিতি গঠন করে উক্ত লাইনের বাসগুলো থেকে দৈনিক হারে চাঁদা আদায় করতো। তার এই অপকর্মের সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশের কারণে বিভিন্ন সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ ব্যাপক হয়রানি করতো। গত ৫ আগষ্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে তার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় ৫টি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলায় গ্রেপ্তারকৃত বাদশাকে থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত: