আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে ২ উইকেটে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি। বাংলাদেশের সামনে সুযোগ আফগানদের হোয়াইটওয়াশ করার। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।
রোববার (১৬ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস রচনার হাতছানি দেখতে পাচ্ছে বাংলাদেশ। এই সিরিজটি জিতলেই দ্বিতীয়বারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিন সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর রেকর্ড গড়ার পথে বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।
এদিকে, দলে কোনো ইনজুরিও নেই। তাই আপাতত একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে টাইগার ব্যাটারদের মধ্যে রান করেছেন শুধু তৌহিদ হৃদয় ( ৩২ বলে ৪৭)। সঙ্গে বাঁহাতি শামিম পাটোয়ারির ব্যাট থেকেও এসেছে ৩৩ রানের ( ২৫ বলে) এক দায়িত্বশীল ইনিংস।
সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ দেখায় মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচ জিতে এবার তারা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন/নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত: