কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ

জাহাঙ্গীর আলম শামস::

চকরিয়া উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এসব কৃষি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন ও কৃষিবান্ধব সরকার। দেশের কোথাও কোন জায়গা খালি রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার ঘোষণা অনুযায়ী ও নির্দেশনা অনুযায়ী গতবছরের তুলনায় কৃষকের মাঝে দ্বিগুণ আউশের প্রনোদনা দেয়া হচ্ছে।

সেকেলের কৃষিকর্মকে আরও আধুনিক করার জন্য সরকারের অনেক পরিকল্পনা রয়েছে বলেও জানান এমপি জাফর আলম।

এসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত: