কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

উখিয়ায় নকল পণ্য তৈরির ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের যৌথ অভিযানে ৩টি দোকানে ৫৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) উখিয়া সদর, রাজাপালং ও মরিচ্যা এলাকার তিনটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার এবং ভেজাল খাদ্য তৈরীর কারণে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের আদালত এই জরিমানা করেন।

জরিমানা করা প্রতিষ্ঠান ৩ টির মধ্যে রয়েছে উখিয়ার বিখ্যাত মেসার্স নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই হোটেলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ঘি, ফার্মান্টেড মিল্ক এবং সুইটমিটস পণ্যের উৎপাদন এবং মোড়কজাতকরণের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজাপালং এর মেসার্স আর রহমান বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বেকারি পণ্যের উৎপাদন এবং বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মরিচ্যার মেসার্স জনপ্রিয় বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বেকারি পণ্যের উৎপাদন এবং  মোড়কজাত করণের অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) শিমু বিশ্বাস এবং পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজর টাকা জরিমানা করা হয়েছে৷ মূলত বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা নকল বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল। উপজেলার এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে৷

পাঠকের মতামত: