চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাসুদ কায়সার ও মো. আনিস।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে বায়েজিদ বোস্তামীর নূর মসজিদ থেকে দুজন হাটহাজারী উপজেলার দিকে যাচ্ছিলেন। কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালের কাছে গেলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই আনিস মারা যান।’
‘হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচার চেষ্টাকালে হাটহাজারীর মজুরিপাড়া এলাকায় মাসুদ কায়সার মারা যান। এই ঘটনার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে’, যোগ করেন এসপি।
পুলিশের একাধিক সূত্র জানায়, নিহত দুজন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী গ্রুপের কর্মী বলে এলাকায় পরিচিত। কুয়াইশ এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল। সূত্র দ্য ডেইলি স্টার
পাঠকের মতামত: