নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ইসলামী ছাত্রশিবির কর্মী নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৬) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জের আমানউল্যাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত নজরুল স্থানীয় অভিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও শিবির ক্যাডার পিয়াসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
পুলিশ জানায়, গত রোববার রাতে বেগমগঞ্জের আমানউল্লাহপুর বাজারে এক চা দোকানে পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জের ধরে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২০)। নজরুলের বিরুদ্ধে রাকিবুল হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে ডিবি পুলিশ ও বেগমগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে আমানউল্লাহপুর গ্রামে যৌথ অভিযানে যায়। রাত সাড়ে তিনটার দিকে দলটি স্থানীয় জনকল্যাণ এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডার পিয়াস ও তার লোকজন গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পিয়াস ও তার বাহিনীর লোকজন পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবকের লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী লাশটি নজরুলের বলে শনাক্ত করে।
ওসি আরও জানান, এ ঘটনায় দুই এসআইসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি ছুরি, ৩টি কার্তুজ ও একটি ধামা উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত: