কক্সবাজার, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

টেকনাফে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত

টেকনাফের সাবরাং ইউপি ৪নং ওয়ার্ড মগপাড়া এলাকায় অগ্নিদগ্ধে আবুল হোসেন (৭৫) নামের এক রোহিঙ্গা বৃদ্ধা নিহত হয়েছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, সোমবার (৪ মার্চ) রাত ১০ টার দিকে সাবরাং এর মগপাড়ায় সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আবুল হোসেন নামের এল বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় পরে স্থানীয় প্রশাসনকে অবহিতি করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন রোহিঙ্গা, ফায়ারসার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার, পরে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পাঠকের মতামত: