কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চালকের সর্তকতার অভাবে মহাসড়কে ঝরল ৩ প্রাণ

চালকের সর্তকতার অভাবে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মহাসড়কে ঝরল তাজা ৩টি প্রাণ।এসময় একজন গুরুতর আহত সহ কমবেশি ৪জন লোক আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেরুয়ারী) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-ককক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং আরএফএল কারখানার সামনে এ র্দুঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পালাকাটা ২নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে রুবিদা আক্তার (২৬), চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে বশির মিয়া (৩৫) ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার মৃত নুরুল মিস্ত্রীর ছেলে আব্দু শুক্কুর মুন্না (৪৫)।

এবিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ(ওসি) মাহবুবুল হক ভূইয়া বলেন,যাত্রীবাহী ঈগল মিনিবাস আর স্কয়ার ফার্মাসিক্যাল কোঃ কাভার্ডভ্যান গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে চালক সহ দুইযাত্রী নিহত হয়।এসময় আরো ১যাত্রী গুরুতর আহত হয়।দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।র্দুঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: